বরগুনায় গভীর রাতে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

বরগুনায় গভীর রাতে সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বরগুনা-বরিশাল সড়কের গলাচিপা ও চান্দুখালী নামক এলাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে যাত্রীবোঝাই করে ইমরান পরিবহনের একটি বাস বরগুনার উদ্দেশে রওনা হয়। পরে বেতাগী উপজেলার বরগুনা-বরিশাল সড়কের গলাচিপা নামক এলাকায় যাত্রী নামিয়ে চান্দখালী এলাকায় পৌঁছালে সামনে একটি লাবিবা পরিবহনের বাস ও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান গাড়ির চালক। এ সময় গাড়ির গতি কমিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সড়কের পাশ থেকে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের আঘাতে চালকের পাশে থাকা জানালার গ্লাস ভেঙে ফেলেন। পরে চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে সাত থেকে আট ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করেন। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেন তারা। পরে খবর পেয়ে সড়কে টহলে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতি সম্পন্ন করার আগেই দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান ডাকাত সদস্যরা।ডাকাতির শিকার ইমরান পরিবহনের চালক মো. আয়নাল জানান, লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে তার পেছনে গাড়ি থামাই। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার পাশের একটি জানালার গ্লাস ভেঙে আমার গলায় অস্ত্র ধরে কয়েকজন ডাকাত সদস্য। এ ছাড়া আমার চোখের ওপরে তারা লাইট জ্বালিয়ে রাখে, যাতে সামনে কিছু না দেখতে পাই। পরে অন্য সদস্যরা বাসের দরজার গ্লাস ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় তারা। তবে এ ঘটনার তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেলে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান ডাকাতরা।
এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই সড়কে ডিউটিরত টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত সদস্যরা পালিয়ে যান। যাত্রীদের নিরাপত্তায় সড়কে পুলিশের টহল জোরদার রয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।
এ ছাড়া লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

মন্তব্য করুন