জামালপুরে কমিটি গঠন নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৬:০৪
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাররামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে হাতাহাতি এবং পরে লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাররামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মিয়া বলেন, ‘কয়েকদিন আগে ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন হয়। সোমবার ইফতারের আগমুহূর্তে তারাটিয়া বাজারে আমাদের ওপর হামলা চালায় পদবঞ্চিতরা। তারা সাধারণ সম্পাদকের দোকানও ভাঙচুর করেছে।’

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মাদ বিল্লাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা