মাঠে নামার কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলেন কাজেম শাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৮:০৫
অ- অ+

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরেই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নামার কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ পেলো সফরকারীরা। চোটের কারণে ভারত ম্যাচের দল থেকে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। ২০১৯ সালের পর ভারতের মাঠে তাদের বিপক্ষে এই প্রথম খেলতে নামবে বাংলাদেশ। সেবার কলকাতার সল্ট লেকে শেষ দিকে গোল হজম করায় ১-১ গোলের ড্র করেছিলো সফরকারীরা।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি। জানা গেছে, কুঁচকির চোটের কারণে খেলা হচ্ছে না এই মিডফিল্ডারের। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমের খান।

এ বিষয়ে তিনি বলেন, ‘ডান কুঁচকিতে আগে থেকেই ব্যথা ছিলো তার। কাল রাতে অনেক বেড়েছে ব্যথা। এ কারণে ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না।’

তবে মধ্যমাঠে যথেষ্ট বিকল্প আছে কাবরেরার হাতে। অধিনায়ক জামাল ভূঁইয়া তো আছেনই, তার সঙ্গে আছেন হামজা চৌধুরী, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়সহ আরও অনেকে।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা