বগুড়ায় 'বিষাক্ত' অ্যালকোহল পান, মৃতের সংখ্যা বেড়ে ৩

বগুড়ায় 'বিষাক্ত' অ্যালকোহল পানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।
শনিবার রাতে শ্রী সনি রায় নামে যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার রাতে আওরঙ্গজেব ও রাসেল নামে দুজনের মৃত্যু হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চারজন এক সঙ্গে 'বিষাক্ত' অ্যালকোহল পান করেন। এরপরের দিন থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।
চার জনের মধ্যে এনামুল হক পিলু নামে আরও একজন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সনি রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকালে আওরঙ্গজেব শহরের ১ নং রেল গুমটি থেকে তিনটি প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনেন। ওই দিন সন্ধ্যায় চারজন একসাথে অ্যালকোহল পান করে। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালে চিকিৎসাধীন এনামুল হক পিলু জানান, বৃহসাপতিবার রাতে সেলিম হোটেলের সামনের রেল গুমটি থেকে অ্যালকোহলের বোতল কিনে নিয়ে আসে চিন্টু। সেটা আমরা চারজন মিলে খাই। খাওয়ার একদিন পর পাতলা পায়খানা শুরু হয়, সঙ্গে শ্বাসকষ্টও ছিল।
এনামুলের ভাই এমদাদ হোসেন জানান, তার ভাই কাপড়ের ব্যবসা করেন। সে মদ খেত আমরা জানি। তার সাথেকার আওরঙ্গজেব ও রাসেল মারা গেছে। আজ সনি নামে আরেকজন মারা গেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মইন উদ্দিন বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে দুইজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই মৃতদের দাফন করেছেন। এ ঘটনায় আইনগত বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি/এমআর)

মন্তব্য করুন