ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুই বোনসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৫, ১৫:২৯
অ- অ+

ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই বোনসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তুজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। আহতরা হলেন- শ্যামলী (২০) ও মাহি (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে দুর্ঘটনাস্থলে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা