জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহন চালককে জরিমানা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৪১
অ- অ+

যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জামালপুর সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় ৫ পরিবহন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট চার হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে উপজেলার নান্দিনা বাজার, ব্রিজ (ফেরিঘাট) ও ভোকেশনাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। প্রসিকিউশনে সহায়তা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর একটি টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে বাংলাদেশ পুলিশ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। যাত্রীদেরও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা