জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহন চালককে জরিমানা

যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জামালপুর সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় ৫ পরিবহন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট চার হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে উপজেলার নান্দিনা বাজার, ব্রিজ (ফেরিঘাট) ও ভোকেশনাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। প্রসিকিউশনে সহায়তা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর একটি টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে বাংলাদেশ পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। যাত্রীদেরও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন