পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেপ্তার

পল্লবী থানাধীন বাউনিয়াবাধ বস্তিসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ মামলার আসামি কালু বেপারীসহ ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, রবিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পল্লবী থানাধীন বাউনিয়াবাধ বস্তি সহ আশপাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে পল্লবী থানার ২৪ নম্বর মামলার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিদ্ধ আসামী মো. কালু বেপারীসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের মধ্যে আসামী কালু বেপারীর নামে চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মাদক, চাঁদাবাজি, বিস্ফোরক, অন্যান্য ধারায় সর্বমোট ৩০টি মামলা আদালতে বিচারাধীন আছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজে)

মন্তব্য করুন