সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বাগেরহাটের মোংলা সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দ্বারা অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জেলেকে জিম্মি করে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুঁড়ে অতি দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অপহরণকৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী জেলেরা গতকাল সকাল ৮টার দিকে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশে কয়রা থেকে সুন্দরবনে প্রবেশ করে। সকাল আনুমানিক ৯টায় ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

মন্তব্য করুন