‘চুলও বাঁকা করতে পারবা না’ বলে প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়া যুবক গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম- আশরাফুল।
মঙ্গলবার রাতে ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ধানমন্ডির জিগাতলায় ইবনে সিনা হাসপাতালের সামনে রাস্তায় চাঁদাবাজি করার অভিযোগে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে প্রাইভেটকার থেকে আশরাফুলের চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘‘আমি মাস্তানি করতেছি, কোনো সমস্যা? ‘চুলও বাঁকা করতে পারবা না’।’’
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন