রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীতে আবার ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ এপ্রিল) উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকায় এই মিছিল করেন তারা।
ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে মিছিলে অংশ নেন দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, প্রভৃতি স্লোগান দেন।
এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। দলের কেন্দ্র থেকে তৃণমূলের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এর মধ্যেই গ্রেপ্তারের আতঙ্ক নিয়ে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল নিয়ে করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কয়েকদিন আগে ঢাকা দক্ষিণের নেতা শাহ আলম মুরাদের নেতৃত্বে মিছিল হয় রাজধানীতে। এর দুদিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)

মন্তব্য করুন