মাধবপুরে ২ কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, ১৯:২৮
অ- অ+

বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু লোক বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন— মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ও আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩)। ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।

সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা