মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির 

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৩:০৯
অ- অ+

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নির্মাণশ্রমিক আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মুত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আসাদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা হাতেম আলী সর্দার।

এর আগে সোমবার মালয়েশিয়া সময় সকাল সাড়ে ১১টা এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সেদেশের সুবাং জয়া শহরে একটি নির্মাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে।

নিহতের বাবা হাতেম আলী সর্দার জানান, ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারকে সুখে রাখতে আসাদুল ৮ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন। সেখানে আসাদুল কনস্ট্রাশনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে সেদেশের সুবাং জয়া শহরে একটি নির্মাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহ অংশ তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।

ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, প্রবাসে কেউ মারা গেলে বা তার মরদেহ ফেরত আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হয়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে নিহত আসাদুলের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করব।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা