উত্তরা কৃষক লীগের সহসভাপতি হানিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২৩:১৬| আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৭
অ- অ+

উত্তরা কৃষক লীগের সহসভাপতি হানিফকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার অতিরিক্ত ডিবির উপ-কমিশনার (এডিসি) সোনাহার আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হানিফকে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। হানিফ ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মূল ভূমিকা পালন করেছেন। তাকে কাফরুলে ছাত্রহত্যার আসামি হিসেবে দেখানো হয়েছে।’

জানা গেছে, সম্প্রতি রাজধানীর পল্লবীতে যুবলীগের মহানগর উত্তরের বিতর্কিত সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ব্যানারে একটি মিছিল করে। বাপ্পি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

বাপ্পির হয়ে পূরবী মার্কেট নিয়ন্ত্রণ করা জাকিরের তত্ত্বাবধানে এই মিছিল করানো হয়। জাকির মিরপুর জেনারেল নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হানিফ। তার মূল পরিকল্পনা ও অর্থায়ন করে মিছিলটি হয়েছিল।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা