শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৪১
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনসারুল (৬০) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়েআহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ভোরের দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনসারুল রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরে মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন ধান কাটার শ্রমিক নিয়ে বরমী বাজারগামী একটি অটোরিকশা মিলের সামনে পৌঁছালে সেটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনসারুল মারা যান।

দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছেন। নিহত আনসারুলসহ যাত্রীরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা