ইবিতে অনশন কুয়েটের শিক্ষার্থীদের দাবির সমর্থনে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অনশনে বসেন ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এ সময় আরো কয়েকজন শিক্ষার্থী এ কর্মসূচিতে যোগ দেন।
অনশনরত শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে কুয়েট উপাচার্যের পদত্যাগের জোর দাবি জানান। কুয়েট উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘কুয়েটের ভিসি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত একের পর এক চাপিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কুয়েট শিক্ষার্থীরা মনে করছেন যে তার নৈতিক অবস্থান নেই। তাদের সাথে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তিনি পদত্যাগ করুন। আজকের মধ্যে পদত্যাগ না করলে আমাদের কর্মসূচি ধারাবাহিক চলতে থাকবে।’
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/মোআ)

মন্তব্য করুন