ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন শতাধিক বিনিয়োগকারী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৬
অ- অ+

আগামী মে মাসে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তিনি সঙ্গে করে নিয়ে আসবেন শতাধিক (প্রায় ২০০) বিনিয়োগকারীকে।

গত মঙ্গলবার ২০২৫ সালের জন্য চীনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘যতো দ্রুত সম্ভব মংলা বন্দর প্রকল্পের কাজ শেষ করতে চাযই। একই সাথে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে অংশ নিতে প্রস্তুত রয়েছি আমরা।’

চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের আরোপ করা অবৈধ বাণিজ্য শুল্কের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিশ্বজুড়ে অবৈধ শুল্কযুদ্ধে চীন নিঃশর্তভাবে বাংলাদেশের পাশে আছে।’

এছাড়া গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বাংলাদেশে ড্রোন শো করতে পেরে চীন আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও প্রায় ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন।

তিনি বলেন, ‘চীনের বাণিজ্যসচিব আমাকে চিঠি দিয়েছেন। তিনি আগামী মাসে তাদের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। তারা চান, আমরা যেন আজকের মতো সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাই। তাদের সাপোর্ট দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।’

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘এই ইনভেস্টমেন্ট সামিটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সম্পর্কে এতদিন ধরে চলে আসা নেতিবাচক ধারণা পরিবর্তন করে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া।’

এরইমধ্যে চীনের হানডা কোম্পানির সঙ্গে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান আশিক চৌধুরী।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা