গেজেটের সর্বশেষ জানতে সিইসির সঙ্গে ইশরাকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৯
অ- অ+

বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে গেজেট প্রকাশে আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা। কিন্তু ইসি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব বিষয়ে সর্বশেষ তথ্য জানতে সিইসির সঙ্গে কথা বলেছি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

আদালতের আদেশে আপনি মেয়র পদে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পেলে তার মেয়াদ কতদিন হবে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর সেটা বলতে পারব।

তিনি আরও বলেন, আমি সবকিছু আইন মেনেই করেছি। আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা। এটা এমন নয় যে, ওয়ান ফাইন মর্নিং কোর্ট রায় দিয়েছে। আমি আগেই মামলা করেছি। ওখানে মেয়র ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত (২৭ মার্চ) রায় দেয় নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলামের আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।

পরে একই বছরের ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা