হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:০২
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় ডাকাতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ডাকাতের নাম ইউসুফ (৪০)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুখচরের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার আওতাধীন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন জাহাজমারা নতুন সুখচরের বাসিন্দা মোশাররফ হোসেনের বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে। স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি চৌকস দল অতিদ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় একজন ডাকাতকে ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাশের বাড়ি থেকে আরও ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা