উখিয়ায় বন বিভাগের অভিযানে নির্মাণাধীন গুদামে তালা

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে পালংখালী ইউনিয়নের থাইংখালী বন বিটের রিজার্ভ জায়গায় ইউএনএইচসিআরের ব্যানারে জবরদখলকৃত স্থাপনায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উখিয়া সহকারী বনসংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় থাইংখালী বিট এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি সংস্থার জন্য নির্মিত গুদামঘরে সাথে জড়িত লোকজন জায়গার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
থাইনখালী বিট অফিসার বিকাশ দাশ জানান, বন বিটের রিজার্ভ জায়গায় এ গুদামঘরের সাথে জড়িতদের কয়েক দফা মৌখিক নোটিশ করার পরও তারা কর্ণপাত করেননি। বিষয়টি সহকারী বনসংরক্ষক মহোদয়কে জানানোর পর এ অভিযান পরিচালনা করা হয়।
বিট অফিসার আরও জানান, উখিয়ারঘাট মৌজার আরএস দাগ নং ১২৩ এর শফিউল্লাহ কাটা নামক এলাকায় সরকারি বনভূমির ২০১৭-১৮ সনের সামাজিক বনায়নের চিহ্নিত জায়গা এটি।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/মোআ)

মন্তব্য করুন