খেলাফত আন্দোলনের নতুন আমির মিয়াজী, মহাসচিব হক্কানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ২২:২৮| আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩১
অ- অ+

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।

শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসের শূরার বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও হাফেজ্জী হুজুরের খলিফা মাওলানা ইসমাঈল বরিশালীর সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা অধিবেশনে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের খলিফা মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা হাজী ফারুক আহমদ, শায়খুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস নাদবী, আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালালউদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, অ্যাডভোকেট লিটন চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া, মাওলানা গাজী ইউসুফ, মৌলভী আব্দুর রাকিব, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা হাফিজুর রহমান সরদার, মাওলানা আব্দুল আজিজ খমিনী, বীর মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক, মাওলানা শফিউল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, ডাক্তার নেমত আলী ফকির, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহিউল ইসলাম চৌধুরী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, রশিদুল হক বিএসসি, মাওলানা আবু বকর লালমনিরহাট, মুফতি হাফিজুর রহমান রংপুর, যুব আন্দোলনের সভাপতি মাওলানা কারী সিদ্দিকুর রহমান।

নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী হাফেজ্জী হুজুর রহ. এর দৌহিত্র ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর পুত্র।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাকাল থেকেই হাফেজ্জী হুজুরের সফরসঙ্গী ও তরজুমান, স্নেহধন্য ছিলেন। তিনি বর্তমান খেলাফত আন্দোলনের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের আমিরের পদ শূন্য হয়। আগামী ১০ মে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে শপথ না করাতে রিটের আদেশ বৃহস্পতিবার
শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেল: শ্রম উপদেষ্টা সাখাওয়াত
আলভী হত্যা: রেস্তোরাঁয় বসা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা
মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা