টঙ্গীতে পৃথকস্থানে ২ জনের মৃত্যু

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:১২
অ- অ+

টঙ্গীতে ছুরিকাঘাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার পৃথকস্থানে এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত আরিফুল ইসলাম (২৪) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গোপীনাথপুর গ্রামের আ. হাকিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর এলাকার চোংগিবাড়িতে ভাড়ায় থাকতেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাঈম (১৮) নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সংকরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি টঙ্গীর পাগার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে টঙ্গীর পূর্ব গোপালপুর নূরে মদিনা মসজিদের পার্শ্বে সুফিয়া বেগমের বাড়িতে রবিবার বিকালে আরিফুলকে ছুরিকাঘাত করেন প্রতিবেশী ওমর ফারুক। আহতকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, রবিবার মধ্যরাতে টঙ্গীর পাগার এলাকার একটি ভবন নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম আহত হন। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে মারা যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, উভয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা