অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:২৬| আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
অ- অ+

পুলিশের বিভিন্ন সদস্যকে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন অন্যায় আবদারে জর্জরিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তাই এসব অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন তিনি। পাশাপাশি তাকে বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করতে দেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ ও অনুরোধ জানান।

আইজিপি বলেন, আমরা (পুলিশ) জনগণের সেবক। আপনাদের (সাংবাদিক) দেশবাসীকে বলতে চাই, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন।

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন-ধরেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করার জন্য দেশবাসীর কাছে বিনীত প্রার্থনা জানাই। আমি যেন বিধি-বিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারা যায় যেন কম হয়।

এর আগে আইজিপি 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে তিন নারীর মৃত্যু
পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলি: র‌্যাবের অভিযানে আরও ৫ আসামি গ্রেপ্তার
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা