অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:২৬| আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
অ- অ+

পুলিশের বিভিন্ন সদস্যকে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন অন্যায় আবদারে জর্জরিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তাই এসব অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন তিনি। পাশাপাশি তাকে বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করতে দেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ ও অনুরোধ জানান।

আইজিপি বলেন, আমরা (পুলিশ) জনগণের সেবক। আপনাদের (সাংবাদিক) দেশবাসীকে বলতে চাই, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন।

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন-ধরেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করার জন্য দেশবাসীর কাছে বিনীত প্রার্থনা জানাই। আমি যেন বিধি-বিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারা যায় যেন কম হয়।

এর আগে আইজিপি 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা