নাহিদকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার সন্ধ্যায় নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন- ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’
জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে কোটাবিরোধী আন্দোলন চলাকালে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। তাকে দুবার আটকও করা হয়। এ সময় তিনি অমানুষিক নির্যাতনেরও শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
অন্তর্বর্তী সরকার গঠন করলে নাহিদ ইসলাম শুরুতেই উপদেষ্টা হিসেবে শপথ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে দল করার লক্ষে গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন নাহিদ। পরে গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নির্বাচিত হন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদের ছোট এক ভাই রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআর)

মন্তব্য করুন