বরিশালে আটকের পর হাতকড়া নিয়েই পালিয়েছে ২ যুবক

বরিশাল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২০:০৫
অ- অ+

বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে চার জনকে আটক করেছিল পুলিশ। তবে চার জনের মধ্যে দুই যুবক একটি হাতকড়াসহ পালিয়ে গেছে। পলাতক যুবকদের নাম মিরাজ (২২) ও রাসেল (২০)।

বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দুজনের হাত আটকে রেখেছিল পুলিশ।

এসময় আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন, মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এসময় সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়।

নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তার পর বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/২১মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা