টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৪:২২
অ- অ+

টঙ্গীর গাজীপুরা এলাকায় কারখানার ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবারের এই ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। মামলার বাদী ও আসামিরা সবাই বিএনপি নেতাকর্মী-সমর্থক বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীর গাজীবাড়ি পুকুর পাড় এলাকার দিপু সরকার (৩৪) ও কাজীবাড়ি এলাকার জসিম উদ্দিন (৩৮)।

এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর গাজীপুরা এলাকার স্যাটার্ন কারখানার সামনে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন দুই পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী এবং স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গতকালের সংঘর্ষের ঘটনায় কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে। মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও গোয়াফেস্ট-এ মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতলো এশিয়াটিক মাইন্ডশেয়ার
স্ট্যান্ডার্ড ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আশানুর রহমান 
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা