বরগুনার গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— কামরুজ্জামান বাবু (৩২), মো. রুবেল মিয়া (৩১), মো. শাহীন ব্যাপারী (৪১) এবং মো. আল-আমিন (২০)।
রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

মন্তব্য করুন