চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আবারও কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় চাঁদপুর সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
এর আগে মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গত দুটি পৃথক অভিযানে পাঁচ এবং অস্ত্রসহ তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিন কিশোরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন