গাজীপুরে মোটর শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২
অ- অ+

ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ মোটর শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুককে (৬০) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার বাসিন্দা।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ওমর ফারুককে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, ওমর ফারুককে ছাত্র আন্দোলনের ঘটনায় গাছা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা