ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, ১৭:৫৫
অ- অ+

নাশকতার প্রস্তুতির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পার্থ প্রতিম সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলা সদর বাজারে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পার্থ প্রতিম সিংহ ধর্মপাশা থানা সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত ধনঞ্জয় চন্দ্র সিংহের ছেলে।

জানা যায়, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পার্থ প্রতিম সিংহকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা