মির্জাপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৫, ২০:৫৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামে গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন মিয়া (৩২) নীলফামারী সদর উপজেলার মাঝুডাঙ্গা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই সিকদারপাড়ার ভাড়া বাসায় স্ত্রী কবিতাকে কুপিয়ে হত্যা করা হয়।

জানা যায়, বেতনের টাকা নিয়ে দাম্পত্য কলহ থেকেই বাকবিতন্ডার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সন্তানদের সামনে চাকু দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন সুজন। ঘটনার সময় তাদের কন্যাসন্তান সুমাইয়া (৮) কক্ষে উপস্থিত ছিল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে কবিতার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দেওহাটা এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘাতক সুজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা