মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাওমি নাওয়ার

পিরোজপুর প্রতিনিধি, ঢঅকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
অ- অ+

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন জলবায়ু নিয়ে কাজ করা নাওমি এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক . মো. শহীদুল ইসলাম।

জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে চার দিনের এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ চারজন যুব প্রতিনিধি। অন্যরা হলেন- নামরাতা চাকমা, আবিদা চৌধুরী আরিয়ান খান।

এবারের সামিটে বিশ্বের ৫৫টি দেশ থেকে ৯২ জন যুব প্রতিনিধি অংশ নেন। তাদের নিয়ে গঠিত ৯টি দলের একটির টিম লিডার ছিলেন নাওমি।

উপাচার্য অধ্যাপক . মো. শহীদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা উৎসাহিত হবে।’ (ঢাকাটাইমস/৪ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা