বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ জুলাই) সকাল ১০টার কিছু পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ১৫ জুলাই তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলে রাব্বী খান গণমাধ্যমকে জানান, আজ সকালে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর চিকিৎসকেরা হামিদুজ্জামান খানকে মৃত ঘোষণা করেন।
হামিদুজ্জামান খানের মৃত্যুতে দেশের শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'জাগ্রত বাংলা', 'সংশপ্তক', 'বিজয় কেতন' এবং 'স্বাধীনতা চিরন্তন' এর মতো অসংখ্য স্মরণীয় শিল্পকর্মের স্রষ্টা তিনি।
ভাস্কর্যের পাশাপাশি তিনি জলরঙ, তেলরঙ, অ্যাক্রিলিক ও স্কেচ মাধ্যমে কাজ করেছেন। পাখি ছিল তার প্রিয় শিল্প-প্রেরণা। একক প্রদর্শনী করেছেন ৪৭টি, আর জীবদ্দশায় গড়েছেন প্রায় ২০০টি ভাস্কর্য।
১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন হামিদুজ্জামান খান। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি একুশে পদক লাভ করেন। ২০২৩ সালে বাংলা একাডেমির ফেলোশিপেও ভূষিত হন।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তার কর্মজীবনের ওপর রেট্রোস্পেকটিভ প্রদর্শনী ‘হামিদুজ্জামান খান ১৯৬৪-২০১৭’ শিরোনামে অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

মন্তব্য করুন