চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে যুবক নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লাল চান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছ থেকে তিনি ভারতে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, জোহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর নিকট দিয়ে শনিবার গভীর রাতে ৪ থেকে ৫ জন গরু চোরাকারবারিরা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। বিএসএফ চ্যালেঞ্জ করলে কয়েকজন বাংলাদেশে ফেরত আসলেও লালচান নামের এক বাংলাদেশি ফেতর আসতে পারেনি। উক্ত সীমান্ত পিলার এলাকায় কোন কাঁটাতারের বেড়া নেই। এ বিষয়ে ভারতীয় ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সাথে যোগাযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অধিনায়ক। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ অভিযোগ পাওয়া যায়নি।
নিখোঁজ লালচান (২৩) শিবগঞ্জ উপজেলার সাত-রশিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।(ঢাকা টাইমস/২০জুলাই/এসএ)

মন্তব্য করুন