সাইকেল নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জাবির তোজাম্মেল

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ১৮:৩৬
অ- অ+

সাইকেল নিয়ে প্রথম বাংলাদেশি ও বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা জয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী তোজাম্মেল হোসেন মিলন।

তোজাম্মেল হোসেন মিলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাজউক উত্তরা মডেল কলেজে গণিত লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। তোজাম্মেল নেপালের হিমালয় অঞ্চলের একটি বিশ্ববিখ্যাত ট্রেকিং রুট অন্নপূর্ণা সার্কিটে সাইকেল ভ্রমণে প্রথম বাংলাদেশি ও বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অন্নপূর্ণা জয় করেছেন।

১৭ মার্চ নেপালের কাঠমান্ডুর ডুমর থেকে যাত্রা শুরু করেন। পাহাড়ের কণ্টকাকীর্ণ পথ, নানা চড়াই উতরাই, পাথর ও বরফের চ্যালেঞ্জ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে দীর্ঘ ১৭ দিন পর ২ এপ্রিল সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা সার্কিটে সামিট করেন।

তিনি অন্নপূর্ণাসহ মোট চারটি জায়গা সামিট করেন। তা হলো অন্নপূর্ণা, তিলিচো হ্রদ, থরং লা পাস ও অন্নপূর্ণা বেস ক্যাম্প। অন্নপূর্ণা হলো নেপালের হিমালয় অঞ্চলের একটি বিশ্ববিখ্যাত ট্রেকিং রুট, যা অন্নপূর্ণা শ্রেণিকে ঘিরে প্রায় ১৩০ থেকে ২৩০ কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত। তিলিচো হ্রদ হলো, পৃথিবীর অন্যতম উচ্চতম হ্রদ, যার উচ্চতা প্রায় ৪৯১৯ মিটার, থরং লা পাস হলো, অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ ও সবচেয়ে কঠিন অংশ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪১৬ মিটার উচ্চতায় অবস্থিত। অন্নপূর্ণা বেস ক্যাম্প হলো, ৪১৩০ মিটার উচ্চতায় অবস্থিত একটি আইকনিক বেস ক্যাম্প, যেখান থেকে পর্বতারোহীরা সামিট অভিযানে যাত্রা শুরু করেন।

তোজাম্মেল হোসেন মিলন জানান, ভবিষ্যতে সাইকেল নিয়ে নেপালের সাতটি পর্বত, পামীর মালভূমি ও পাকিস্তানের বিখ্যাত কারাকোরাম হাইওয়ে ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড তিন দেশ মিলে যে ক্রসকান্ট্রি হাইওয়ে রয়েছে তাতেও তিনি ভ্রমণ করতে চান।

সামনে এ ধরনের ভ্রমণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকা টাইমস/১২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা