পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’ পরিচয় মিলল
এক দিন না যেতেই পরিচয় মিলল পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’। তার নাম মো. গোলাম হোসেন। তিনি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার। যদিও বিষয়টিকে প্রাঙ্ক বা মজা বলে উল্লেখ করেছেন নায়িকা।
গত রবিবার চলন্ত প্রাইভেটকারের জানালায় একজন পুরুষের হাতে হাত রাখার যে ভিডিওটি পোস্ট করে পরীমনি তার ফের প্রেমে পড়ার কথা জানান, সোমবার সেটির পুরো ভিডিও পোস্ট করে আল মাহমুদ মনজুর নামে এক সাংবাদিককে মেনশন করে নায়িকা লিখেছেন, ‘প্রাঙ্কটা কি একটু বেশি হয়ে গেছিলো?’
নতুন এই ভিডিওর শেষ অংশে পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনকে হাততালি দিয়ে হাসতে দেখা যায়। এরপর তিনি বলেন, ‘গুজবে কান দেবেন না।’ তার আগের অংশে ব্যাকগ্রাউন্ডে পরীমনিকেও খিলখিলিয়ে হাসতে শোনা যায়।
এর আগে রবিবার শুধু হাতে হাত রাখা অংশটুকু পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে ইংরেজিতে লিখেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম ইন লাভ এগেইন।’ অর্থাৎ, ‘হ্যা, আমি আবার প্রেমে পড়েছি।’
সে সময় অনেকেই বিষয়টিকে সত্যি মনে করে পরীমনিকে অভিনন্দন জানান। অনেকে আবার তার অতীত টেনে কটাক্ষও করেন। মনে করিয়ে দেন নায়িকার একাধিক বিয়ে এবং ডিভোর্সের কথা। যদিও সেসব কটাক্ষের কোনো জবাবই তখন দেননি পরী।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এজে)
মন্তব্য করুন