নয়া প্রেমিকের সঙ্গে রাজস্থানে সারা, প্রেম গুঞ্জনে ঘি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
অ- অ+

নতুন প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। বিগত বেশ কিছুদিন ধরেই এমন কানাঘুষা। অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে নাকি চুপিচুপি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন সাইফকন্যা। এবার সেই জল্পনার আগুনে ঘি পড়ল! দুজনে একই সময় রাজস্থান থেকে শেয়ার করলেন ছুটি কাটানোর ছবি।

রাজস্থানের আলিশান হোটেল থেকে ছবি পোস্ট করেছেন সারা এবং অর্জুন দুজনেই। তবে একসঙ্গে নয়, মানে একফ্রেমে নেই দুজনে। ছবি আলাদা আলাদা পোস্ট করলেও সেটা যে একই জায়গা থেকে তোলা সেটা বেশ স্পষ্ট। তা দেখেই অনুরাগীদের অনুমান, হলিডে মুডে রয়েছেন সারা-অর্জুন।

সারা সম্প্রতি রাজস্থানের যেখানে আছেন সেখানকার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কখনও সেই জায়গার সৌন্দর্য তুলে ধরেছেন ছবিতে, কখনও আবার হোটেলের স্টাফদের সঙ্গে ছবি তুলেছেন। কখনও স্নানের পর স্নান পোশাকে গরম পানীয়তে চুমুক দিয়েছেন। বাদ দেননি ডেজার্ট সাফারির ছবিও।

অন্যদিকে আবার অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি পোস্ট করেছেন। কিন্তু দুটি জায়গা যে একই সেটা ধরে ফেলেছেন অনুরাগীরা।

প্রথমবার এ জুটির প্রেমচর্চা উসকে যায় অক্টোবরে, যখন তাদের একসঙ্গে কেদারনাথ যেতে দেখা যায়। সেই ট্রিপে তারা একসঙ্গেই পূজা দেন, তারপর সেখান থেকে নিজেদের ছবি পোস্ট করেন। যদিও আলাদা আলাদা। কিন্তু সে সময় থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেমচর্চা।

এর আগে প্রথমে প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুত, তারপর কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে সারা আলি খানের। করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে তো কার্তিকের সঙ্গে ডেটে যাওয়ার কথাও বলেন। এবার তো ডেটে গিয়ে দিলেন ছবি।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা