সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল রবিবার (৩০ মার্চ)। ফলে এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।
শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সৌদির দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইনও চাদঁ দেখার তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার দেশটিতেও ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ আগামী সোমবার (৩১মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশগুলোর ধর্মপ্রাণ মুসলিমরা এ বছর ৩০টি রোজা পালন করবেন।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এমআর)

মন্তব্য করুন