ফোর্বসের বিলিওনিয়ার লিস্ট
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, দ্বিতীয় জাকারবার্গ

২০২৫ সালের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ফোর্বস। এতে দেখা গেছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মতো বাধা অতিক্রম করেও গতবারের তুলনায় সম্পদ বেড়েছে অনেক ধনীর।
ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্টে দেখা যাচ্ছে, চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। শুধু তাই নয় তাদের সম্পদের পরিমাণও বেড়েছে। এসকল ধনীর মোট সম্পদের পরিমাণ ১৬.১ ট্রিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২ ট্রিলিয়ন ডলার বেশি।
তালিকায় বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও মহাকাশ গবেষণা সংস্থা- স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার মোট সম্পদমূল্য ২১৫ বিলিয়ন ডলার।
১৯২ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।
পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। তার সর্বমোট সম্পদমূল্য ১৭৮ বিলিয়ন ডলার।
আর ১৫৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ওয়ারেন বাফেট।
তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন প্রযুক্তি জ্যায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ ১৪৪ বিলিয়ন ডলার।
গুগলেরই আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন রয়েছেন অষ্টম স্থানে। তার সম্পদমূল্য বেড়ে ১৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এদিকে ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন চেয়ারম্যান, স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা আছেন ৯ম স্থানে। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার।
আর ১১৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ বলমার অবস্থান করছেন ১০ম স্থানে।
এছাড়াও এশিয়ার মধ্যে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ৯২ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকার ১৮ম স্থানে রয়েছেন। তালিকায় আরেক ভারতীয় ধনকুবের গৌতম আদানি রয়েছেন ২৮তম স্থানে, তার সম্পদের পরিমাণ ৫৬ দশমিক ৩ বিলিয়িন ডলার।
ফোর্বস বলছে, শীর্ষ ধনীদের তালিকায় জায়গা করে নেওয়া দুই-তৃতীয়াংশ ব্যক্তিরেই সম্পদমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, আর কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। এছাড়া শীর্ষ ২০ ধনীর সম্পদমূল্য অনেক বেশিই বৃদ্ধি পেয়েছে।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমআর)

মন্তব্য করুন