গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের যেকোনো প্রচেষ্টাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে, তা যে অজুহাতেই হোক না কেন।’
শুক্রবার তুরস্কে আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর সাইডলাইনে অনুষ্ঠিত গাজা কন্টাক্ট গ্রুপের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রিন্স ফয়সাল বলেন, ‘যেকোনো স্লোগানের অধীনে গাজা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতিকে আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’
তিনি এই ধরনের পরিকল্পনা প্রণয়নের নিন্দাও জানান এবং জোর দিয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পরিভাষা গ্রহণযোগ্য নয়। যখন ফিলিস্তিনিরা জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়েছে, তখন স্বেচ্ছায় অভিবাসনের কথা গ্রহণযোগ্য নয়’।
মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে গাজাকে একটি আধুনিক শহরে রূপান্তর করার প্রস্তাব করেছেন। তাদের এই প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছে সৌদি।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’
এসময় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে এডিএফ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেছেন।
এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির (পিএ) সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
সূত্র: আনাদোলু
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমআর)

মন্তব্য করুন