যুবদল নেতা শামীম হত্যা মামলা: আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শামীম হত্যা মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর কবির (৬৫) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি শেখ আলী আহসান বাদলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার আসামিদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ মামলায় জাহাঙ্গীর ও বাদলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়।
ওই হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

মন্তব্য করুন