ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, বাস-রেলওয়ে স্টেশনে ভিড়

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বাস ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এদিন যারা নাড়ির টানে বাড়ি ফিরছেন, তাদের অধিকাংশই ঈদে ছুটি না পাওয়ায় আজ যাচ্ছেন। কেউ কেউ ঈদযাত্রার ভোগান্তি এড়াতে দেরিতে যাচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরাদের মধ্যে রয়েছেন রিকশাচালক ও দিনমজুরও। বাড়তি আয়ের আশায় তারা ঈদের দিন ঢাকায় ছিলেন। ফলে তারা ঘরে ফিরলেই উৎসবে মাতবে এসব পরিবার।
মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের বেশ চাপ দেখা গেছে। তবে বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম। অন্যদিকে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ তুলছেন যাত্রীরা।
এদিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের টিকেটের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে দেড় থেকে তিন ঘণ্টা পর্যন্ত। কেউ যাবেন নেত্রকোনা, কেউবা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়ে ছিল নানা অভিযোগ।
তবে রেল কর্তৃপক্ষ বলছে, সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন। সঙ্গে দেওয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট।
কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তঃনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রীর চাপ।
অন্যদিকে বাস টার্মিনালগুলোতে ভিড় থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণে বাস। যার কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বেশকিছু যাত্রী জানান, ২ ঘণ্টা আগে টিকিট কেটেও তাদের কাঙ্খিত বাস এখনো পাননি।
এদিন সায়েদাবাদ বাসস্ট্যান্ডে কথা হয় খিলগাঁওয়ের বাসিন্দা খালিদ হোসেনের সঙ্গে। ঈদের পরদিন গ্রামের বাড়ি খুলনায় যাচ্ছেন তিনি। তিনি বলেন, “আমি ব্যবসা করি। পরিবার আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি আজ যাব। পর্যাপ্ত গাড়ি রয়েছে, তবে ভাড়া কিছুটা বেশি চায়। দেখে শুনে উঠব।”
বাস মালিকদের নিয়ে গঠন করা সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, “যারা ঈদের আগে ছুটি পায়নি, ব্যবসা-বাণিজ্য ছিল তারা এখন যাচ্ছে। আজ সকাল থেকেই যাত্রীর মোটামুটি চাপ রয়েছে। ঈদের দিনও যাত্রী ছিল তবে আজ যাত্রীর সংখ্যা বেশি।”
তিনি বলেন, “ঈদে বাড়ি যাওয়া মানুষ এখনো ঢাকায় ফিরতে শুরু করেনি। মূলত আগামীকাল (বুধবার) থেকে যাত্রীরা ফিরতে শুরু করবে। বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীরা আসবে বলে আশা করছি।”
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এলএম/এফএ)

মন্তব্য করুন