চারুকলায় আগুনের ঘটনায় মামলা, আসামি ছাত্রলীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ১৮:৩০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগের অজ্ঞাত নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। ঢাবির স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এই মামলা করেছেন।

শনিবার বিকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চারুকলায় মোটিফে আগুনের ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।’

মামলার বাদী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আসামীরা মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য এ জাতির ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা বানচালসহ দেশকে অস্থিতিশীল করতে শনিবার ভোর চারটা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দক্ষিণ পার্শ্বের গেট সংলগ্ন জায়গায় স্থাপিত প্যান্ডেলে প্রবেশ করে প্যান্ডেলের ভিতরে নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিভের মধ্যে দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিভটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম প্যান্ডেলের ভিতর আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। ডিউটিরত থানা পুলিশসহ প্রক্টোরিয়াল টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটি সম্পূন্নভাবে এবং পাশে থাকা শান্তির প্রতিক কবুতরের মোটিফটি বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এদিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, চারুকলায় পুড়ে যাওয়া মোটিফে এক যুবককে আগুন দিতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে কালো টি-শার্ট পরিহিত ওই যুবক আগুন দিয়ে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ওই ব্যক্তি কালো টি-শার্ট, বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরেছিলেন। তার চুল পেছনে ঝুঁটি বাঁধা ছিল। চারুকলার মাঝখানের গেট টপকে ওই ব্যক্তি ভোর ৪টা ৪৪ মিনিটের ভেতরে ঢোকেন। একই পথে তিনি ৪টা ৪৬ মিনিটে পালিয়ে যান। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে তিনি পুলিশকে জানান।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজ্ঞাপন-ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে মিষ্টির ব্যস্ততা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩, ভারত-পাকিস্তান? যা বলছে বিশ্বব্যাংক
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা