আ.লীগ যে টাকা বিদেশে পাচার করেছে, তা কয়েকটি বাজেটের সমান: শফিকুর রহমান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:১৭
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ডামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বিগত কয়েকটি বাজেটের সমান। ফলে দেশের আর্থিক অবস্থাকে তারা তলানিতে নিয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ন্যায়-বিচার ভিত্তিক শাসক নির্বাচন করতে হবে।’

সোমবার রাত ৭টার দিকে মাদারীপুরের মস্তফাপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। ফলে মানুষ গুম-খুন হয়েছে। মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ ধ্বংস করেছে। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কে করেছে, এদেশের কৃষক-শ্রমিকরা তো করেনি। করেছে উপর তালার লোকজন। যাদের শাসক তো এদেশের মানুষ বানায়নি। তারা আমি আর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে।’

তিনি আগামীতে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় জামায়াতের আমীরকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের দলীয় নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার নেতা-কর্মীদের পাশাপাশি ইসলামিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা জড়ো হয় মস্তফাপুরে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, নায়েবে আমির হাফেজ কাজী ইয়াদুল হক্ব, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাদারীপুর সদর উপজেলা আমির হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফ হাসান, সেক্রেটারি রিফাত হাসান প্রমুখ।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা