ফিলিস্তিনের গণহত্যায় মদদ জোগাচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী: সালাহউদ্দিন

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফিলিস্তিনের গণহত্যায় ইন্দো-মার্কিন বাহিনী মদদ জোগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আপন দেশে ফিলিস্তিনিদেরই পরবাসী বানাচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, পরাশক্তি তারা নির্বিকার, এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার নয়। এমনকি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গণহত্যার মদদ জোগাচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী।
সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে আপনাদের কন্ঠ উচ্চকিত করবেন, ব্যবস্থা নেবেন, যেন বিভিন্ন রকম ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে এটা বন্ধ হয়। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদের বাধ্য করুন তাদের হাতে মারণাস্ত্র যেন তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত এই এলাকায় গণহত্যা যেন আর না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজা, রাফায় গণহত্যা বন্ধ চাই।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সারা বিশ্বে ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃত দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা বিশ্বের মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজা ও রাফায় সেটা নিয়ে কোনো কথা বলছেন না। নিন্দা জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের ছোট্ট একটা আবাসভূমি গাজায় লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে সে ব্যাপারে কোনো কথা বলছেন না, ব্যবস্থা নিচ্ছেন না। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদের যারা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ না জানিয়ে মোড়ল সেজে বসে আছেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ রয়েছে সেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এর দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন।
তিনি বলেন, ‘আজকের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আজ ছিন্নভিন্ন, ঐক্যবদ্ধ নেই। ওআইসি নামক সংগঠন আছে কিন্তু কার্যকারিতা নেই।’
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/জেবি/এজে)

মন্তব্য করুন