ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
অ- অ+

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। ড্রাফট থেকে হোবার্ট হ্যারিকেন্স দলে ভেড়ায় তাকে। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় রিশাদ হোসেনের বিগ ব্যাশে খেলা হবে কিনা সেই অনিশ্চয়তা ছিল আগে থেকেই।

শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তাই সত্যি হয়েছে। জাতীয় দল ও বিগ ব্যাশের ব্যস্ততার কারণে বিগ ব্যাশে খেলতে যাওয়া হচ্ছে না রিশাদের। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে বিগ ব্যাশের এবারের আসর। ফাইনাল হবে পরের বছরের ২৭ জানুয়ারি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট শুরুর আগে সেপ্টেম্বরের প্রথম দিন বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সিডনিতে। ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ তৈরি হয় তরুণ এই লেগ স্পিনার।

এর আগে ভিন্ন দুটি দলের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দলে পেয়েছিলেন রিশাদ। সাকিব দু’বারই বিগ ব্যাশে খেলেছিলেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্টে খেলার সুযোগ এলেও হোবার্টে জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রিশাদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পর্যাপ্ত অনাপত্তি পত্র না পাওয়ায় অস্ট্রেলিয়াতে যাচ্ছেন না তিনি। আগামী ২০ ডিসেম্বর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি বছরের ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। বিগ ব্যাশ খেলার জন্য মাঝে ২১-২৯ ডিসেম্বর পর্যন্ত বিসিবির অনাপত্তি পত্র পেয়েছিলেন রিশাদ।

বিগ ব্যাশে যাওয়ার আগেই ফেরার টিকিট নিশ্চিত করতে হতো তাকে। বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ৬০ লাখ টাকায় তরুণ এই লেগ স্পিনারকে ড্রাফট থেকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে মাত্র এক সপ্তাহের জন্য গেলে এক কিংবা দুটি ম্যাচের বেশি খেলতে পারতেন না রিশাদ। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের সম্মতিতে চুক্তি বাতিল করেছে হোবার্ট।

এমন অবস্থায় দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের কাছ থেকে শেখার সুযোগ হাতছাড়া করতে হলো রিশাদকে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে না পেয়ে তার বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এমআই এমিরাতের দলে যোগ দেয়ার আগে হোবার্টের হয়ে ৬টি ম্যাচ খেলবেন ওয়াকার সালামখিল।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা