অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৫, ১৩:৪১| আপডেট : ০২ জুন ২০২৫, ১৪:১০
অ- অ+

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১২ সালের আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া ম্যাক্সওয়েল দীর্ঘ ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ঝড় তোলা ছাড়াও বল হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্যালেন্ডারে সামনে রয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। সে টুর্নামেন্টের পর টি-টোয়েন্টি থেকেও অবসর নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন ম্যাক্সওয়েল।

অবসরের পেছনে শারীরিক কারণের কথা জানিয়েছেন এই অজি তারকা। ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর ওয়ানডে ক্রিকেট শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলার পর তার শরীরে ব্যথা অনুভব হচ্ছিল, যা সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেন ম্যাক্সওয়েল।

ক্রিকেটবিশ্বে তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল, দুর্দান্ত ফিল্ডিং আর কার্যকরী অফস্পিনের জন্য পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটে ছিলেন দর্শকদের প্রিয় মুখ। তার বিদায়ে ওয়ানডে ক্রিকেটে এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

স্মরণীয় পরিসংখ্যান (ওয়ানডে)

ম্যাচ: ১৪৯

রান: ৩৪৯৮

গড়: ৩৪.১৩

স্ট্রাইক রেট: ১২৪.৭৩

সেঞ্চুরি: ৪

উইকেট: ৬৩

ম্যাক্সওয়েলকে শুভকামনা তার বাকি ক্রিকেট জীবনের জন্য।

(ঢাকাটাইমস/২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
সোনারগাঁয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা