এবার টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ১২:৩৮| আপডেট : ২৮ জুন ২০২৫, ১৩:০১
অ- অ+

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন। এবার টেস্ট অধিনায়ত্বও ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটার নাজমুল হাসান শান্ত।

অবশ্য শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টের পরই শোনা যাচ্ছিল এই লম্বা দৈর্ঘ্যের ফরমেটের ক্রিকেটের অধিনায়ত্বের ইতি টানবেন। ইনিংস ও ৭৮ রানে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর সেই গুঞ্জনই সত্যি হলো।

আজ কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন নাজমুল হাসান শান্ত। চলমান শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

শ্রীলঙ্কা সিরিজটা একেবারে খারাপ যায়নি শান্তর। সিরিজের প্রথম গল টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চরি করে রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিকবার এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে বিশ্ব টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া শতক করা ষোড়শ খেলোয়াড় তিনি।

২০২৩ বিশ্বকাপের পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল শান্তকে। কিন্তু এক বছরের মাথায় গত বছর টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। অন্য দুই ফরম্যাটের নেতৃত্বও ছাড়তেও চেয়েছিলেন। বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন বাঁহাতি এই ব্যাটার।

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে গুঞ্জন ছিল শান্তর জায়গায় মেহেদী হাসান মিরাজ হচ্ছেন ওয়ানডে অধিনায়ক। সেটাই হয় পরে।

এরপর থেকেই শান্ত টেস্ট নেতৃত্বটাও ছেড়ে দেবেন বলে গুঞ্জন ছড়াতে থাকে।

অধিনায়ক হওয়ার পর শান্তর নেতৃত্বে ১৪টি টেস্টে বাংলাদেশ জিতেছে ৪টিতে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, পাকিস্তানের বিপক্ষে ২টি আর জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টেস্ট জেতে টাইগাররা।

আর তার নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে।

টেস্টে শান্তর ক্যারিয়ার গড় ৩২। অধিনায়ক হিসেবে তার গড় ৩৬। শান্তর ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটির মধ্যে ৩টি সেঞ্চুরি আর ২টি অর্ধশতক এসেছে অধিনায়ক হওয়ার পর।

ওয়ানডেতে তার গড় ৩৪, আর অধিনায়ক হিসেবে তা ৫১। ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটা অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাটে।

অবশ্য টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার পর তার ক্যারিয়ার গড় আর স্ট্রাইক রেট দুটোই কমেছে।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা