ট্রাম্প মন্ত্রিসভায় তিন ‘ক্ষ্যাপাটে’ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:২৬

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার তালিকায় শ্রমমন্ত্রী হিসেবে অ্যান্ড্রু পুজডার, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল জন এফ কেলি এবং পরিবেশ রক্ষা সংস্থার প্রশাসক হিসেবে অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইটের নাম ঘোষণা করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিবৃতিতে অ্যান্ড্রু পুজডারকে শ্রমিকবান্ধব হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পুজডার শ্রমিকদের জীবনকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করবেন। তবে ব্যবসায়ী পুজডারের বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার অভিযোগ আছে। তিনি প্রায়ই দাবি করে থাকেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি কম হওয়া উচিত। কারণ এ হার বেশি হলে তা কাজের ক্ষেত্র কমাবে, চাকরি নষ্ট করবে। ৪০ লাখেরও বেশি মার্কিন শ্রমিকের ওভারটাইমের অর্থ বাড়ানোর লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের আরোপ করা একটি নতুন নিয়মেরও সমালোচনা করেন তিনি। ফাস্টফুড কর্মীদের মজুরি দ্বিগুণ করে ন্যূনতম ১৫ ডলার নির্ধারণ করার জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন চলছে তাও প্রত্যাখ্যান করেছেন অ্যান্ড্রু পুজডার। কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মজুরির বিষয়টিও শ্রম মন্ত্রণালয় থেকে দেখভাল করা হয়ে থাকে। অথচ সে শ্রম মন্ত্রণালয়ের জন্যই বিতর্কিত অ্যান্ড্রু পুজডারকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুজডার ট্রাম্পের শুরুর দিকে নির্বাচনী প্রচারণার জন্য ৩ লাখ ৩০ হাজার ডলারেরও বেশি অর্থ অনুদান দিয়েছিলেন।

অন্যদিকে অবসরপ্রাপ্ত জেনারেল জন এফ কেলিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল কেলির ছেলে ৬ বছর আগে আফগানিস্তানে মারা যান। এই জেনারেল এর আগে কিউবার গুয়ান্তানামো বে কারাগারের সামরিক জেলের দায়িত্বে ছিলেন। অভিবাসন, মাদক পাচার ও সীমান্ত সমস্যার বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সীমান্তে নিরাপত্তার বিষয়ে কেলি সবসময়ই কঠোর অবস্থান নিয়েছেন।

এদিকে পরিবেশ রক্ষার প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাওয়া ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইট বিশ্বাসই করেন না যে, বিশ্ব উষ্ণায়নের নেপথ্যে মানুষের ভূমিকা আছে৷ এমনকি পরিবেশ রক্ষা সংস্থার বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি৷ পরিবেশ রক্ষার নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ওপর অকারণ বিধি নিষেধ চাপানোর অভিযোগে তিনি এক সময় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও করেছিলেন।এই প্রথম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা কোনও ব্যক্তিকে সেই প্রতিষ্ঠানেরই দায়িত্ব দেয়া হল।

ট্রাম্প শিবিরের পক্ষে বিবৃতিতে বলা হয় , অ্যাটর্নি জেনারেল প্রুইট অসামান্য যোগ্যতার অধিকারী৷ এই পদের জন্য অনেকের সাক্ষাৎকার নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় স্কট বলেন, পরিবেশগত অপ্রয়োজনীয় বিধি নিষেধের জেরে সরকারের কোটি কোটি ডলার নষ্ট হয়েছে৷ এসব দেখে মানুষ বিরক্ত৷ আমি এই প্রতিষ্ঠান এমন ভাবে চালাতে চাই যাতে, পরিবেশ রক্ষা এবং ব্যবসা দুইই ভাল ভাবে করা সম্ভব হয়৷

স্কটের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলেন, কোটি কোটি ডলার খরচ করে এমন বিধি নিষেধ কার্যকর করা হয়েছে , যার জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন৷ এই প্রবণতার এবার বদল করা হবে৷

এদিকে, স্কটের নিয়োগ নিয়ে সমালোচনায় সরব ডেমোক্রেটরা৷ এই বাছাইকে একইসঙ্গে দুঃখের এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন বার্নি স্যান্ডার্স৷

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :