এবারের ইত্যাদি দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৪

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে।

দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবির সেক্টর হেড কোয়াটারে রবিবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ধারণ শুরু হবে এ অনুষ্ঠানের। ফাগুন অডিও ভিশন প্রযোজিত ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে। এ দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাছাই করেছেন। আমন্ত্রণপত্রও ছেড়েছেন।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, একটি আমন্ত্রণপত্র একজনের জন্য প্রযোজ্য, ১৪ বছরের কম বয়সের শিশুদের অনুষ্ঠানে নেয়া যাবে না, কোনো প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামরা সঙ্গে নেয়া যাবে না, ধারণ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

ইতোমধ্যে ইত্যাদির টিম দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করেছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এসএএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :