মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:১৪

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেছেন, যেখানে গুণীজনের কদর নেই- সেখানে গুণীজনের জন্ম হয় না। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল মিলনায়তনে বরিস্ট চিকিৎসক ডা.এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূর জাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক “প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী” শীর্ষক সম্মাননা বক্তৃতা-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন,গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীকে আমার কর্মকালীন সময়ে দেখা হয়নি। তবে উপস্থিত আলোচকদের কাছ থেকে যা শুনলাম ও জানলাম- তিনি একজন আলোকিত মানুষ।

কিশোরগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুব-উল ইসলামের এতে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :